কলকাতা: বলেছিলেন, 'দলে থাকা মুশকিল। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে ভাবিনি।' পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ক্রমেই চড়ছে জল্পনার পারদ। ঘনিষ্ঠ সূত্রে খবর ছিল, শনিবার অমিত শাহের উপস্থিতিতেই গেরুয়া পতাকা হাতে নেবেন ঘাসফুলের সাংসদ।


এরই মধ্যে জল্পনা বাড়িয়ে মেদিনীপুরে পৌঁছেছেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। সূত্রের খবর, তিনি শুভেন্দু অধিকারীর বাড়িতে রয়েছেন তিনি। আজ মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা ১২ জন বিধায়কের।

মেদিনীপুরে পৌঁছে এক নেতার দাবি, আরও অনেকের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নানাভাবে তাঁদের আসতে বাধা দেওয়া হচ্ছে। ৩-৪টি গাড়ি পাল্টে তিনি মেদিনীপুরে পৌঁছেছেন বলে ওই নেতার দাবি। খবর সূত্রের। পাশাপাশি, তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুনীল মণ্ডল ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, আরও সাড়ে ৩ বছর লোকসভার মেয়াদ রয়েছে। তিনি ভীত নন। উপ নির্বাচন হলে আবার জিতবেন। মানুষ তাঁর সঙ্গে আছে।

গত বুধবার, কাঁকসায় সুনীল মণ্ডলের বাড়িতে চলে গিয়েছিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই সুনীল মণ্ডলের বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরাল হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ফের বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল শীর্ষ নেতৃত্বের ভূমিকায় তিনি বেশ অসন্তুষ্ট। তিনি বলেন, 'মমতা যাদের বিশ্বাস করেন. তারাই গদ্দারি করছে। একজন বিধায়ক ক্লাব থেকে টাকা তুলছেন, বলেছিলাম, কিন্তু ওঁকে ডেকে আবার পদ দিয়ে দেওয়া হল। এই দলে থাকা মুশকিল।'

শেষ অবধি সুনীল মণ্ডল তৃণমূল ছেড়ে যদি বিজেপিতে যান, তাহলেও অবশ্য তাঁর দলবদল এই প্রথম নয়। প্রথমে তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে। তারপর তৃণমূলে যোগ দেন। আজ কি তবে সুনীল মণ্ডল বিজেপিতে যাবেন?

অন্যদিকে আজ, তৃণমূল ছাড়ার পর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন শীলভদ্র দত্ত। থাকছেন মেদিনীপুরে অমিত শাহর সভায়। দলের সঙ্গে মতপার্থক্যের জেরেই বিজেপিতে যোগদান, নিজেই জানালেন ব্যারাকপুরের বিধায়ক।