নয়াদিল্লি ও কলকাতা: সুপ্রিম কোর্টে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর স্বস্তি। হাইকোর্টের রায়ের উপর হস্তক্ষেপ করল না আদালত। ৫টি মামলায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারি নিয়ে হাইকোর্ট ‘রক্ষাকবচ’ দিয়েছিল। দেহরক্ষীর রহস্যমৃত্যু-সহ ৫টি মামলায় হাইকোর্টের রক্ষাকবচ বহালই থাকল। হাইকোর্টের রক্ষাকবচের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।


এই মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল যে,   তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এর আগে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য।


প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, নন্দীগ্রামে মিছিল এবং তমলুকের এসপি-কে হুমকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত তিনটি মামলায় শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন, হয় মামলাগুলি খারিজ করা হোক বা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক।


রাজ্যের বিরোধী দলনেতার যুক্তি ছিল, প্রতিটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুভেন্দু অধিকারীর আবেদনের ভিত্তিতে বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, শুভেন্দু অধিকারীকে কোনও মামলায় গ্রেফতার করা যাবে না বা তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।


এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে।  শুনানির পর সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ।


সব মিলিয়ে আদালতের রায়ের পর আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা।


এদিকে, কাশীতে নরেন্দ্র মোদি। নবরূপে কাশী-বিশ্বনাথ ধাম উদ্বোধনের দিন ‘দিব্য কাশী, ভব্য কাশী’ নামেই রাজ্যের নানা প্রান্তে কর্মসূচি বিজেপির। সোমবার একদিকে, নিজের নির্বাচনী ক্ষেত্র বারাণসীতে, কাশী বিশ্বনাথ মন্দির করিডরের ফেজ ওয়ানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন শিব মন্দিরে পুজো দেন বিজেপি নেতারা।


এদিন তারকেশ্বর মন্দিরে পুজো দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মন্দির বন্ধ থাকায় বাইরে থেকেই জল দেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে টিভিতে দেখেন মোদির পুজো। বর্ধমানে ১০৮ শিবমন্দিরে পুজো দিয়ে মন্দির প্রদক্ষিণ করেন শুভেন্দু অধিকারী।