ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর:  ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের পর আমিই ছিলাম রাস্তায়, দেখা যায়নি অনেককেই, রামনগরে কালীপুজো উদ্বোধনে গিয়ে দাবি শুভেন্দুর। মিথ্যা বলছেন, স্মরণশক্তি হারিয়েছেন, পাল্টা আক্রমণ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির।

পূর্ব মেদিনীপুরের রামনগরে  কালীপুজোর উদ্বোধন করলেন, ঢাকও বাজালেন।তারপর ‘অখিল-গড়ে’ দাঁড়িয়ে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী ও নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। বললেন,নন্দীগ্রাম আন্দোলনের পর অনেক বাহাদুরকে দেখা যায়নি। আমি রাস্তায় ছিলাম। ভাল ও খারাপ সব সময়ে শুভেন্দু অধিকারী পাশে আছে।

পর্যবেক্ষকদের একাংশের মতে, নাম না করলেও শুভেন্দু আসলে নিশানা করেছেন রামনগরের তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল সহ সভাপতি অখিল গিরিকে। জেলার রাজনীতিতে যিনি শুভেন্দু অধিকারীর প্রবল বিরোধী বলে পরিচিত।



আক্রমণের সুরেই শুভেন্দুর কটাক্ষের জবাব ফিরিয়ে দিয়েছেন অখিল। তাঁর দাবি , অসত্য বলছেন শুভেন্দু। স্মরণশক্তি হারিয়েছেন। হতাশায় ভুগছেন। আমি রামনগরকে আগলে রেখেছি। এলাকার মানুষ কিছু বলছেন না, উনি বলছেন।

তাৎপর্যপূর্ণভাবে ১৯ তারিখ রামনগর বাজারে তৃণমূলের ব্যানারে সভা করবেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। সেদিনই রামনগরে অন্য একটি ব্যানারে সভা করতে আসবেন শুভেন্দু।  বললেন, আজকে ঢাক বাজালাম। ১৯ তারিখ মেগা শো করব।

স্বাভাবিকভাবেই তা নিয়ে তেতে উঠেছে রামনগরের ময়দান। গত লোকসভা নির্বাচনের নিরিখে পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্রে তৃণমূলের চেয়ে ৭ হাজারের কিছু বেশি ভোটে পিছিয়ে ছিল বিজেপি।

তাই একুশের মহাযুদ্ধের মুখে দলের দুই নেতার তীব্র বিরোধে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে।