উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে উদ্ধার দুটি বিরল প্রজাতির তক্ষক। পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৩। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পলতা গ্রামের বাসিন্দা আতাবুর মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়ি থেকে উদ্ধার হয় দুটি তক্ষক। তক্ষকগুলিকে পাচার করার জন্য আনা হয় বলে পুলিশের দাবি। পরে বন দফতরের হাতে তক্ষক দুটিকে তুলে দেওয়া হয়। এই ঘটনায় বাড়ি মালিক আতাবুর ও তার দুই সঙ্গী সত্যজিত্‍ সর্দার ও দেবব্রত দাসকে গ্রেফতার করেছে পুলিশ।