দক্ষিণ ২৪ পরগনা: অশান্তির এক সপ্তাহ পর ভাঙড়ে শান্তিমিছিল করল তৃণমূল। যদিও পুলিশ এখনও ভাঙড়ের বাইরেই!

ভাঙড়ে অশান্তির পর কেটে গেছে সাত-সাতটা দিন! এখনও মাঝেমধ্যেই মিটিং করছেন নকশালপন্থী সংগঠনের নেতারা। এরইমধ্যে এবার ভাঙড়ে শান্তিমিছিল করল তৃণমূল। রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত অনুগামীদের নিয়ে মিছিল করেন মাছিভাঙা, বকডোবা এবং নতুনহাট এলাকায়।

রাস্তা আটকে থাকা গাছের গুঁড়ি সরিয়েই এগোয় মিছিল। গুঁড়ি সরাতে হাত লাগান খোদ তৃণমূল বিধায়ক!

তবে, তৃণমূল ভাঙরে শান্তি মিছিল করলেও, পুলিশ এখনও সেই পোলের হাটেই থমকে। মঙ্গলবারও সেখানে বিশাল বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা তৈরি রোবোকপও। কিন্তু, পুলিশ ঢুকলে ফের গণ্ডগোল হতে পারে, এই আশঙ্কার তাদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।

মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত ভাঙড়েই ছিলেন তৃণমূল বিধায়ক। ভাঙরের বুক থেকে অশান্তির ছাপ সরানোর তৎপরতাও চোখে পড়েছে এদিন......

ভাঙড় অগ্নিগর্ভ হয়েছিল গত মঙ্গলবার। এর মাঝের সাতদিনে, কখনও গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকেছেন গ্রামবাসীরা, কখনও উঠেছে আন্দোলনে নকশালদের ইন্ধন দেওয়ার অভিযোগ। আর এক সপ্তাহের মাথায় এবার সেই ভাঙড়েই রাজনৈতিক কর্মসূচি নিল তৃণমূল।