এন্টালি: ভয়াবহ আগুন ট্যাংরার ক্রিস্টাফোর রোডের ঝুপড়িতে। চোখের সামনে পুড়ে খাক অসংখ্য ঘর।। দমকলের ৬টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বস্ব হারিয়ে কান্নার রোল ঝুপড়িতে।


নিমেষে সব শেষ হয়ে গেল।  মাথার ছাদ, তিল তিল করে জমানো সঞ্চয়, জিনিসপত্র সব পুড়ে খাক। বিধ্বংসী আগুন ট্যাংরার ক্রিস্টাফোর রোডের ঝুপড়িতে। স্থানীয় সূত্রে খবর, বুধবার বেলা সোয়া বারোনা নাগাদ, আগুন লাগে ঝুপড়ির একটি বন্ধ ঘরে। সেখান থেকেই চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে।


খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। আশপাশের বাড়ির অ্যাসবেস্টসের ছাদে উঠে কাজ করেন দমকলকর্মীরা।


দুপুর ১ টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল আধিকারিকরা জানান, ছটি ইঞ্জিন আগুন নেভায়। ঘিঞ্জি এলাকায় অসুবিধে আগুন নেভাতে, কীভাবে লাগল আগুন তদন্ত করে দেখা হবে। সব সম্বল শেষ হয়ে যাওয়ায় ঝুপড়ি জুড়ে শুধুই হাহাকার।


আশা হাজরা। বিভিন্ন অফিসে চা-জল দেওয়ার কাজ করতেন ঝুপড়ির এই বাসিন্দা। বহু কষ্টে জমিয়েছিলেন ৩০ হাজার টাকা। সেই টাকা পুড়ে ছাই। এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা, জানিয়েছেন, ক্ষতি হয়েছে। পাশে থাকব আমরা। দমকল সূত্রে খবর, ঠিক কী থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।