উত্তর দিনাজপুর: অক্সিজেনের জন্য ছটফট করতে করতে রোগীর মৃত্যু। অভিযোগ, যক্ষ্মা ওয়ার্ড হওয়ায় রোগীকে অক্সিজেন দিতে যেতে রাজি হননি, সরকারি হাসপাতালের নার্সরা।
এবার যক্ষ্মা রোগীর চিকিৎসায় সাড়া না দেওয়ার অভিযোগ উঠল নার্সদের বিরুদ্ধে! অভিযোগ, শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার, রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হন করণদিঘির বাসিন্দা গুলাম আলি। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর যক্ষ্মা হয়েছে। এরপর তাঁকে যক্ষ্মা ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
রবিবার সকাল থেকে রোগীর ফের শ্বাসকষ্ট শুরু হয়। পরিজনদের দাবি, বিষয়টি তাঁরা কর্তব্যরত নার্সদের জানান। অভিযোগ, নার্সরা বলেন, টিবি ওয়ার্ড নোংরা, দুর্গন্ধ বেরোচ্ছে! ওখানে যাব না!
অভিযোগ, অক্সিজেনের অভাবে তখন ছটফট করছিলেন রোগী। এভাবেই কেটে যায় প্রায় ১৫ মিনিট! একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগী। মৃতের ছেলে আব্দুল হালিমের দাবি, হাতে-পায়ে ধরেছিলাম আসেনি। ওদের গাফিলতির জন্যই মারা গেল।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিজনরা। নার্সদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এরপরই তাঁরা আতঙ্কে ভুগছেন বলে দাবি করেন নার্সরা।
বিক্ষোভ সামাল দিতে হাসপাতালে যায় পুলিশ। ছুটে আসেন সুপার গৌতম মণ্ডলও। বলেন, পরিবারের তরফে অভিযোগ পাইনি।। বলেছি লিখিত আকারে জানান। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠনেরও আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অক্সিজেন দিতে ‘অস্বীকার’ নার্সদের, মৃত্যু যক্ষ্মা রোগীর, কাঠগড়ায় রায়গঞ্জ জেলা হাসপাতাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2017 08:09 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -