সপ্তাহের শেষ থেকেই হাঁসফাঁস গরম?
ABP Ananda, web desk | 22 Mar 2017 08:22 AM (IST)
কলকাতা: বসন্তে শীতের সুখ উধাও। বাড়ছে গরম। সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আরও বাড়বে গরম। বাঁকুড়ায় পারদ পৌঁছতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। চৈত্রের শুরুতেই বৈশাখের এই দাপট চলবে আগামীদিনেও। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে তাপমাত্রা বেড়েছে প্রায় তিন ডিগ্রি। সকাল-রাতে বাতাসে সামান্য হিমেলভাব থাকলেও, বেলা গড়ালেই চড়া রোদে গ্রীষ্মের অনুভূতি। ঘামে ভিজছে শরীর।