রামনবমী ঘিরে উত্তাপ বাড়ছে, মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও উত্তর দিনাজপুরে তলোয়ার, দা, ত্রিশূল নিয়ে মিছিলে বিজেপির পাশাপাশি তৃণমূল, কংগ্রেসও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2018 08:30 PM (IST)
কলকাতা: রামনবমী পালন কর্মসূচি ঘিরে উত্তাপ বাড়ছে রাজ্যে। বাংলার ছবিটা যেন রোজই বদলাচ্ছে। যে রামনবমীর কথা এতদিন অনেকে টেরই পেতেন না, তা নিয়েই এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। এতদিন রামনবমী নিয়ে কখনও অস্ত্র মিছিল না হলেও গতবার থেকে শুরু হয়েছে সেই ধারা। আর এবার রামনবমীর আগের দিনই মিছিলে দেখা গেল অস্ত্রের ঝলকানি। শনিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় একটি মিছিল বেরয়। যেখানে বেশ কয়েকজনের হাতে দেখা যায় তলোয়ার, দা, ত্রিশূলের মতো অস্ত্র। এই মিছিলে আবার পা মেলান তৃণমূল, কংগ্রেস, বিজেপি তিন দলের প্রতিনিধিই। অথচ, কিছুদিন আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অস্ত্র হাতে মিছিল করা যাবে না। যদিও, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খোলাখুলিই অস্ত্র মিছিলের ডাক দিচ্ছেন। পাল্টা সুর চড়িয়ে তৃণমূল নেতা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওরা যে হিন্দুত্বের কথা বলছে, সেটা ঠিক নয়। সম্প্রীতি নষ্ট করছে। পুলিশের পারমিশন ছাড়া মিছিল হবে না। ট্র্যাডিশনাল মিছিল করলে যেতেই পারেন। এদিকে একদিকে যখন অস্ত্র হাতে মিছিল নিয়ে অশান্তির আশঙ্কা তৈরি হচ্ছে, তখন মেদিনীপুরের কেরানিচটিতে জুলুমবাজির অভিযোগ উঠেছে বজরং কমিটি নামে একটি সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় বাসের কনডাক্টরকে তারা মারধর করে। বীরভূমের রামপুরহাটে আবার রামনবমী উপলক্ষ্যে দেখা গিয়েছে উন্মাদনার আরেক ছবি। রামনবমীর আগে এখানে সেলুনে সেলুনে মাথা মুড়িয়ে জয় শ্রী রাম লেখার ধুম পড়েছে।