পূর্ব মেদিনীপুর: টিভি দেখা নিয়ে বচসার জের। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বাড়িওয়ালার ৫ বছরের ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ ভাড়াটের কিশোরী মেয়ের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। তমলুকের জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে তাকে।
সিরিয়াল নাকি কার্টুন? কী চলবে টেলিভিশনে? এই নিয়ে বচসার কি নিদারুণ পরিণতি! পূর্ব মেদিনীপুরের মেচেদাতে ৫ বছরের শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার ভাড়াটের নাবালিকা মেয়ে!!
পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো বুধবার কাজে বেরিয়ে যান বছর পাঁচেকের অর্পণ জানা’র মা-বাবা। তাঁদের দাবি, সকালে স্কুল থেকে ফিরে রোজ ভাড়াটের বাড়িতে টিভি দেখতে যেত সে। বুধবারও গিয়েছিল। সেই সময় ভাড়াটের মেয়ে ছাড়া আর কেউ ঘরে ছিল না। সন্ধের কিছু পরে বাড়ি ফেরেন অর্পণের মা-বাবা। কিন্তু ছেলের হদিশ পাননি। শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ তল্লাশির পর ভাড়াটের কিশোরী মেয়ের খাটের তলায় উদ্ধার হয় নিথর দেহ।
কীভাবে মৃত্যু হল অর্পণের? পুলিশ সূত্রে দাবি, চাঞ্চল্যকর জবানবন্দিতে ভাড়াটের কিশোরী মেয়ে জানিয়েছে, টিভিতে সিরিয়াল দেখা নিয়ে অপর্ণের সঙ্গে তার ঝামেলা হয়। পুলিশের দাবি, কিশোরী জানিয়েছে, সিরিয়াল দেখার সময় বিরক্ত করছিল অর্পণ। কার্টুন দেখতে চেয়ে বারবার চ্যানেল বদলে দিচ্ছিল। বারবার বারণ করা সত্বেও অর্পণ কথা শোনেনি। তাই নিয়ে বচসার জেরে অর্পণের গলা টিপে দেয় সে। মৃত্যু হয় অর্পণের।
পাঁচ বছরের অর্পণের মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে ভাড়াটের মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় হতবাক স্থানীয় বাসিন্দারা।
টিভি দেখা নিয়ে বচসা, বাড়িওয়ালার শিশুপুত্রকে গলা টিপে ‘খুন’ ভাড়াটের নাবালিকা মেয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2016 02:30 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -