জলপাইগুড়ি:  বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতাকে মারধরের অভিযোগ। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভায় উত্তেজনা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।


পুরসভার মধ্যেই হাতাহাতিতে জড়িয়েছেন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং বিরোধী দলনেতা! সামাল দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান! তৃণমূল-বিজেপি সংঘাতের আঁচে এবার উত্তপ্ত ধূপগুড়ি!

১৬ আসনের এই পুরসভায় তৃণমূলের আসন ১২।বিজেপির ৪ জন কাউন্সিলর রয়েছেন।

বিরোধী দলনেতার অভিযোগ, সম্প্রতি তিনি জানতে পারেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজনপোষন এবং ধূপগুড়ি-ফালাকাটা রোডের মেরামতিতে দুর্নীতি হয়েছে।

বিষয়টি পুরসভার নজরে আনার জন্য, শনিবার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে যান তিনি। তখন ওই ঘরে বসেছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরূপ দে।

বিজেপির দাবি, বিরোধী দলনেতা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলতেই তাঁর ওপর চড়াও হন তৃণমূল নেতা অরূপ দে।

দু’জনের বিবাদে হস্তক্ষেপ করেন ভাইস চেয়ারম্যান। এ নিয়ে পুরসভার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল।

দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে দাবি, দুটি অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।