মোর্চার ডাকা বনধে সকাল থেকেই উত্তেজনা পাহাড়ে
ABP Ananda, web desk | 28 Sep 2016 09:25 AM (IST)
দার্জিলিং: পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা পাহাড় বনধে সকাল থেকেই উত্তেজনা। অশান্তি মোকাবিলায় মোতায়েন পুলিশ। টহল দিচ্ছে সিআরপিএফ। বনধের সমর্থনে কার্শিয়ঙে টয় ট্রেন স্টেশনে আজ সকাল থেকেই জড়ো হন মোর্চা সমর্থকরা। ৭টা থেকে শুরু হয় স্লোগান। আসে পুলিশ, সিআরপিএফ। শুরু হয় ধরপাকড়। বেশ কয়েকজন মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয় পাহাড় বনধকে কেন্দ্র অশান্তির খবর মিলেছে কালিম্পঙেও। সকালে ডম্বরচকে তৃণমূল ও মোর্চার মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, পেডংয়ে তৃণমূলের পতাকা লাগানো ২টি গাড়িতেও মোর্চা সমর্থকরা ভাঙচুর চালায়। অশান্তির ঘটনায় কালিম্পঙে গ্রেফতার ২০ জনেরও বেশি মোর্চা সমর্থক। বনধ মোকাবিলায় তত্পর প্রশাসন। কার্শিয়ঙে রয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কালিম্পংয়ে গৌতম দেব, দার্জিলিংয়ে জেমস কুজুর। বনধকে বুড়ো আঙুল দেখিয়ে পাহাড়ে ডিএম-এসডিও-বিডিও-পঞ্চায়েত দফতর-সহ সমস্ত সরকারি অফিসে অভাবনীয় হাজিরা। সকাল সাড়ে দশটার মধ্যে কাজে যোগ দিয়েছেন ৯৬ শতাংশ কর্মী।