কলকাতা:  রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফাটানো যাবে না শব্দবাজি। কালীপুজোয় বাজি ফাটানোয় নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ, জানিয়েছেন পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।


নিষিদ্ধ শব্দবাজি রুখতে কলকাতা সহ জেলায় জেলায় চলছে অভিযান। পূর্ব মেদিনীপুরের কাঁথির পর এবার বাগুইআটি। ফের নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে গ্রেফতার দুই ব্যবসায়ী। উদ্ধার ৬২ কেজি নিষিদ্ধ বাজি। ধৃতদের নাম নরেন্দ্রনাথ মণ্ডল এবং গোপল ঘোষ। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে তাঁদের বাগুইআটি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার কাঁথি থানা এলাকার সাত মাইলে থেকে প্রায় ১০ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।