মুর্শিদাবাদের বহরমপুরে তিনজনকে পিষে মারল বেপরোয়া ট্রাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2017 08:33 AM (IST)
বহরমপুর: মুর্শিদাবাদের বহরমপুরে তিনজনকে পিষে মারল বেপরোয়া ট্রাক। কুঞ্জঘাটায় বহরমপুর-লালবাগ তৃতীয় সড়কের পাশে রাস্তার ধারে গ্যারাজের মধ্যে গতকাল ঘুমিয়েছিলেন গ্যারাজ মালিক নিধু স্বর্ণকার ও গ্যারাজের দুই কর্মী ১২ বছরের মানিক দাস ও ১৫ বছরের বিমল মণ্ডল। রাত সোয়া ১২টা নাগাদ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গ্যারাজের দেওয়াল ভেঙে ঢুকে যায়। পরপর তিনজনকে পিষে দেয় ট্রাকটি। প্রায় আধঘণ্টা পর ট্রাকটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে আহতদের উদ্ধার করা সম্ভব হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ট্রাকচালক পলাতক।