বাঘের মুখ থেকে ছিনিয়ে এনেও বাঁচানো গেল না মৎসজীবীকে
ABP Ananda, web desk
Updated at:
22 Dec 2016 04:09 PM (IST)
NEXT
PREV
দক্ষিণ ২৪ পরগনা: কুলতলিতে বাঘের হানায় এক মৎসজীবীর মৃত্যু। ১৯ ডিসেম্বর কুলতলির দেউলবাড়ি এলাকা থেকে ৬ জন মত্সজীবীর একটি দল সুন্দরবনের ৮ নম্বর ধুলিভাসানি এলাকায় মাছ ধরতে যান। গতকাল দুপুরে মাছ ধরার সময় জঙ্গল থেকে এসে হামিদ আলির উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। লাঠিসোটা নিয়ে সেটিকে তাড়া করেন দলের বাকি সদস্যরা। ওই মৎসজীবীকে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনা সম্ভব হলেও, তাঁকে বাঁচানো যায়নি।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -