শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উদয়ন গুহকে ফের প্রার্থী না করার দাবি করেছেন তৃণমূলের একাংশ। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দিনহাটার তৃণমূল বিধায়ক। দল ঠিক করবে কে প্রার্থী হবেন, দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তিতিবিরক্ত সাধারণ মানুষ, কটাক্ষ করেছে বিজেপি।
দিনহাটা ২ ব্লকের তৃণমূলের যুব সাধারণ সম্পাদক মিলন সেন জানান, ‘‘এবার আমরা দিনহাটায় উদয়ন গুহকে প্রার্থী চাইনা ৷ তার জায়গায় অন্য কেউ প্রার্থী হলে আমরা পুরনো কর্মীরা তাকে জেতানোর দায়িত্ব নেব৷’’
যত কাণ্ড কোচবিহারে! এগিয়ে আসছে বিধানসভা ভোট। কিন্তু, কোচবিহারে তৃণমূলের অন্দরে বিবাদ থামার কোনও লক্ষণ নেই। শনিবার দিনহাটা দু 'নম্বর ব্লকের নয়ারহাট এলাকায় কর্মীসভার আয়োজন করা হয় স্থানীয় অঞ্চল তৃণমূল নেতৃত্বর পক্ষ থেকে। সেই সভা থেকেই এবার দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতৃত্বের একাংশ।
মিলন সেন, দিনহাটা ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ। দীর্ঘদিন থেকেই দিনহাটায় বিধায়ক উদয়ন গুহ এবং প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীরের দ্বন্দ্ব চলছে ৷ যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দিনহাটার তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, কে কী মন্তব্য করল সে বিষয়ে আমার কিছু বলার নেই। দল ঠিক করবে কে প্রার্থী হবেন, দাবি করেছেন কোচবিহারের তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, প্রার্থীকে হবে তা ঠিক করবে দল, এ বিষয়ে যা বলার দলের ভেতরে কথা বলব ৷
আর তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। কোচবিহারের বিজেপি জেলা কমিটির সদস্য বিরাজ বসু বলেন, ‘‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তিতিবিরক্ত সাধারণ মানুষ, তারা পরিবর্তন চাইছে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে পরিবর্তন আসন্ন ৷’’
গত লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলে দিনহাটা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। সম্প্রতি সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়াকে যেন ফের প্রার্থী না করার দাবি তোলেন তৃণমূলের একাংশ। এই প্রেক্ষাপটে দলের অন্দরের বিবাদ আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলকে আরও অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।