রাখিবন্ধন উৎসবেও চাঁদার জুলুমবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2017 07:02 PM (IST)
জলপাইগুড়ি: রাখিবন্ধন উৎসবেও চাঁদার জুলুমবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বাড়িতে চড়াও হয়ে খুনের হুমকি, দাবি জলপাইগুড়ির এক স্বাস্থ্যকর্মীর। পাল্টা তাঁর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই তৃণমূল নেতা। তাড়া করে বেড়াচ্ছে রাতের আতঙ্ক! সকাল হতেই দুই শিশুসন্তানকে নিয়ে থানার দ্বারস্থ দম্পতি!সুশোভন রায় জেলা স্বাস্থ্য দফতরের হেড ক্লার্ক। পরিবারকে নিয়ে থাকেন জলপাইগুড়ি শহর সংলগ্ন সরকারি আবাসনে। তাঁর দাবি, সম্প্রতি তৃণমূলের টাউন ব্লক সভাপতি ফোন করে বলেন, রাখিবন্ধন উৎসবের জন্য আপনাকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হবে। ফোনেই তৃণমূলের টাউন ব্লক সভাপতিকে সুশোভন বাবু জানিয়ে দেন, তিনি এই টাকা দিতে পারবেন না। এরপরই নাতি তৃণমূল সমর্থকরা তাঁর বাড়িতে এসে চড়াও হয়ে মানহানি করেন বলে অভিযোগ সুশোভন বাবুর। এরপরই তিনি পুলিশের সাহায্য চান।