রুমা পাল ও সন্দীপ সরকার, কলকাতা: বাংলা নিজের মেয়েকেই চায়। ভোটের মুখে নতুন স্লোগান তৃণমূলের। নাগরাকাটার সভাতেও সেই স্লোগান শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। দুয়ারে সরকার করে লাভ হয়নি, তাই নতুন স্লোগান। খোঁচা বিরোধীদের।
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বাংলার সেন্টিমেন্ট ধরতে ততই মরিয়া হয়ে উঠছে শাসক-বিরোধী দু’পক্ষ। বিজেপি নেতাদের মুখে যখন প্রায় রোজ ঘুরেফিরে আসছে বাঙালি মনীষীদের কথা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাংলার আবেগ ছুঁয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। হাতিয়ার নতুন স্লোগান। ‘বাংলার গর্ব মমতা’র পর এবার তৃণমূলের নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’।
তৃণমূলের নতুন স্লোগান নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম-বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, বাংলার মেয়ে বাংলায় থাকবে, এতে আর সমস্যা কী। কিন্তু বাংলার গর্বের কী হল? এখন আবার বাংলার মেয়ে! বাংলার মেয়ে, বাংলার মহিলা, আমি অনাথ ভোট দাও!
সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানান, ‘‘এতদিন যিনি পশ্চিমবঙ্গে ছিলেন তিনি কি সুয়োরানি ছিলেন? এখন দুয়োরানি হবেন? নাকি উল্টোটা? আসলে মমতার গ্রহণযোগ্যতা এত নেমে গেছে, দিদিকে বলো বলে লাভ হয়নি, দুয়ারে সরকারে লাভ হয়নি, পিকের মুখ দেখে চলতে হচ্ছিল, এখন নিজের মুখ দেখতে হচ্ছে ৷’’
এদিন তপসিয়ায় তৃণমূলভবনে নতুন স্লোগান প্রকাশ করা হয়। তবে স্লোগান প্রকাশের আগেই, তার হোর্ডিং ছড়িয়ে পড়ে কলকাতায়। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, স্লোগান আমাদের নয়, মানুষের মধ্যে থেকে এসেছে।
কলকাতায় স্লোগান প্রকাশ হতেই, সাড়ে ৬০০ কিলোমিটার দূরে নাগরাকাটার সভায় তাঁর প্রচারও সেরে ফেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বহিরাগত ইস্যুতে ফের বিজেপিকে নিশানা করেন তিনি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? সাগর থেকে পাহাড়, জনতার রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বহিরাগতদের দাও বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বহিরাগতদের যোগ্য জবাব দিতে হবে ৷
স্লোগান-তরজার মধ্যেই দলত্যাগীদের প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, দল ভাঙিয়ে ক্ষমতায় আসতে চাইছে। পোকা-মাকড় এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে চলে গেছে। দলের ক্ষতি হয়নি। চোরেরা দল ছেড়েছে, বাঁচা গেছে ৷ বিজেপি নেতা রাহুল সিনহার মতে, এর আগে নাম নিয়ে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীদের আক্রমণ করেন অভিষেক। এদিন নিশানা করেন প্রধানমন্ত্রীকেও। বাংলা দখল করতে রাজ্যজুড়ে ঘুরছে বিজেপির পরিবর্তন যাত্রার রথ।
অন্যদিকে, বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রকল্প চালুর পাশাপাশি, সম্প্রতি ৫ টাকায় ডাল-ভাত-ডিমের মা-ক্যান্টিন চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই তালিকায় যোগ হল শাসকদলের নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’।