কলকাতা: প্রকৃত অধিনায়ক তিনিই, যিনি শুধু নিজে খেলেন না, দলকেও ভাল খেলার প্রেরণা দেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর একটি হাতে আঁকা ছবি পোস্ট করে ফেসবুকে এই মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। আপাত সাধারণ মন্তব্যের আড়ালে কোনও ইঙ্গিত রয়েছে কিনা সে ব্যাপারে জল্পনা শুরু হয়েছে।

জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য লক্ষ্মী লিখেছেন, কেউ তাঁকে ছবিটি পাঠিয়েছেন, তাঁকে ধন্যবাদ দিয়েছেন তিনি। সঙ্গে মন্তব্য, আ ট্রু লিডার / ক্যাপটেন  নট অনলি প্লেস, বাট অসলো মেকস হিস টিম প্লে।

দেখুন সেই পোস্ট


মঙ্গলবার আচমকা রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন লক্ষ্মীরতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি দাবি করেন, তিনি রাজনীতি থেকেই অবসর নিচ্ছেন, ক্রিকেটে আরও বেশি সময় দেওয়ার জন্য তাঁর এই সিদ্ধান্ত। তবে দলীয় সদস্যপদ ছাড়েননি তিনি, ছাড়েননি বিধায়ক পদও। জানিয়ে দিয়েছেন, বিধায়ক হিসেবে নিজের সময়সীমা শেষ করবেন।

যদিও দলীয় কর্মপদ্ধতি নিয়ে তাঁর ক্ষোভ রয়েছে। সাড়ে ৪ বছরের মন্ত্রিত্বে একটিও ফাইল আসেনি, তালিকা দিলেও তৈরি হয়নি নতুন কমিটি। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীরতন। গত জুলাই মাসে অরূপ রায়কে সরিয়ে হাওড়া শহর তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীরতনকে। সমস্যার কথা আগে বলেননি লক্ষ্ণী, মন্তব্য করেছেন সৌগত রায়।

হাওড়ার আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের আগামী পদক্ষেপ নিয়েও ধন্ধ রয়েছে। তিনি বারবার দলীয় কর্মপদ্ধতির সমালোচনা করেছেন, অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারীর পথে হেঁটে তিনিও বিজেপিতে যোগ দেবেন। জল্পনা বাড়িয়ে মঙ্গলবার ফের মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে অসুস্থতার কথা জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। এ নিয়ে পরপর ৪ বার মন্ত্রিসভার বৈঠকে দেখা গেল না তাঁকে। মন্ত্রিসভার বৈঠকে গরহাজির ছিলেন আরও ৪ মন্ত্রী। ফলে লক্ষ্মীরতন কোন পথে হাঁটতে চান তা নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছে।