কলকাতা: হঠাৎ তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের ইস্তফা। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র দিলেন অর্পিতা।
তৃণমূল সূত্রের খবর, দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে তাঁকে কাজে লাগানো হবে। সেই কারণেই তাঁকে শীর্ষ নেতৃত্ব তাঁকে ইস্তফা দিতে বলেন। আজই ইস্তফা দিয়েছেন তিনি। আগামী দিনে সাংগঠনিক পদে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে তৃণমূল সূত্রে খবর।
উল্লেখ্য, বাম আমলে নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। সেই সূত্রে তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। সেইসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা বিদ্বজ্জনেদের তালিকায় প্রথমসারিতেই ছিলেন অর্পিতা। ২০১৪-র লোকসভা নির্বাচনে তিনি বালুরঘাট থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এরপর ২০২০-তে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে জিতেছিলেন অর্পিতা।
CBI summons Sekh Sufian:বিজেপি কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে তলব সিবিআইয়ের
জানা গেছে, রাজ্যসভার চেয়ারম্যান কথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু অর্পিতার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাজ্যসভার সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে শেষ হওয়া সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন অর্পিতাও।
উল্লেখ্য,কয়েকদিন আগেই রাজ্যসভায় সাংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করেছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মানস ভুঁইয়া। তাঁর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনটি খালি ছিল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। মোট ৬টি আসনে রয়েছে ভোট। ওইদিনই গণনা। এই পরিস্থিতিতে দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করে তৃণমূল। এর আগে দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে জহর সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল।