শালবনি: বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। প্রতিবাদ করলে, বিরোধী পোলিং এজেন্টদের আঙুল উঁচিয়ে শাসানি। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের শালবনি বিধানসভা কেন্দ্রের শুকনাতোড় প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, ১৩৩ ও ১৩৪ নম্বর বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিলেন তৃণমূলকর্মী নবিউল্লা পাঠান। প্রতিবাদ করলে বিরোধী পোলিং এজেন্টদের তিনি হুমকি দেন বলে অভিযোগ। বাধা দিলে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা।
এরপরই বুথ থেকে ওই তৃণমূলকর্মীকে বের করে দেন প্রিসাইডিং অফিসার। যদিও অভিযুক্ত তৃণমূলকর্মীর সাফাই, তিনি ভোট দিতে এসেছিলেন।
বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদ করলে শাসানি, বচসা প্রিসাইডিং অফিসারের সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2016 07:50 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -