মেদিনীপুর: সরকারি নির্দেশকা মেনে হেলমেট ছাড়া পেট্রল না দিয়ে তৃণমূল নেতার হুমকির মুখে পেট্রলপাম্প কর্মী। রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের কোতয়ালি থানার বটতলার এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ভিডিওতে দেখা যাচ্ছে পাম্পের কর্মী হেলমেট ছাড়া পেট্রল দিতে না চাওয়ায় কীভাবে শাসাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের যুব তৃণমূল নেতা সৌরভ বসু।

প্রথমে জোরাজুরি। তারপর গালিগালাজ.., শেষে হুমকি।

হুমকির মুখেও হেলমেট ছাড়া তেল না দেওয়ার সিদ্ধান্তেই অনড় ছিলেন পেট্রোল পাম্পকর্মী।

যদিও এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের  করেনি পাম্প কর্তৃপক্ষ। কেন অভিযোগ দায়ের হল না তা নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায় নি। ভিডিও সামনে আসার পর পাম্পকর্মীর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা। তাঁর সাফাই, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি হুমকি দিলে, আমার নামে থানায় অভিযোগ হল না কেন? পাম্পকর্মীই প্রথমে আমার সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলেছেন। তাই আমি মেজাজ হারাই।

 

রাজ্যের বিভিন্ন জায়গায় পথদুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন হেলমেট ছাড়া পেট্রল পাম্প থেকে পেট্রল বা ডিজেল মিলবে না। রবিবার থেকে পশ্চিম মেদিনীপুরেও এই নিয়ম চালু হয়। কিন্তু খোদ শাসক দলের নেতা তা না মানায় বিতর্ক শুরু হয়েছে।