মেদিনীপুর: কলেজ কামাই করায় অধ্যাপিকার কৈফিয়ত্‍ দাবি, জবাব দিতে অস্বীকার করায় তাঁকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। কেশপুর কলেজের রসায়ন বিভাগের ওই অধ্যাপিকার অভিযোগ, সোমবার তিনি কলেজে না আসায়, বুধবার কলেজেরই ছাত্র সংসদের সভাপতি মানস ঘোষ তাঁর কাছে কৈফিয়ত দাবি করে। জবাব দিতে অস্বীকার করায়, দলবল নিয়ে টিএমসিপি-র ওই নেতা তাঁর ওপর চড়াও হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল। এমনকি অধ্যাপিকার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত ওই অধ্যাপিকা। পুলিশে অভিযোগ দায়ের না হলেও, গোটা বিষয়টি তিনি ই-মেলে জেলাশাসক, পুলিশ সুপার ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানিয়েছেন। যদিও টিএমসিপি নেতার দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।