দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র বাসন্তী। স্কুল থেকে ফেরার পথে গুলিতে বেঘোরো প্রাণ গেল পড়ুয়ার। পুলিশকর্মী-সহ গুলিবিদ্ধ আরও ৭।

ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ। বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের হেঁতালখালি গ্রামে আদিবাসীদের একটি মেলা চলছে। এলাকাবাসীর দাবি, মেলার সঙ্গে যুক্ত গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের অনুগামীরা। তাঁদের অভিযোগ, হঠাৎই ৩০-৩৫জন যুব তৃণমূল সমর্থক মেলায় হামলা চালায়। শুরু হয় বোমাবাজি, চলে গুলি।

ওই সময় স্কুল থেকে বাড়ি ফিরছিল হেঁতালখালি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিয়াজুল মোলা। গুলি লাগে তার বুকে। ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৯ বছরের রিয়াজুলকে। পরিস্থিতি সামাল দিতে এসে গুলিবিদ্ধ হন বাসন্তী থানার এক পুলিশ কর্মী। আহত হন ৬ তৃণমূল সমর্থক।

যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বাসন্তী ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি আমানুল্লা লস্করের দাবি, যুব তৃণমূলের নামে যে অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। যুব সমর্থকদের বাড়ির শিশুই খুন হয়েছে। দলের সমর্থকদের বাড়ি লুঠপাট হয়েছে। ঘটনায় জড়িত জয়ন্ত নস্করেরই লোকজন।
এবিষয়ে যোগাযোগ করা হলেও গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর টেলিফোনে জানিয়েছেন, বাসন্তীর ঘটনা সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না।