কলকাতা: আজও দিনভর তীব্র গরম থাকার পূর্বাভাস। ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিস্থিতিও বজায় থাকবে। যদিও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কালবৈশাখী হয়েছে। শিলাবৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায়। সেকারণে কিছুটা হলেও, পারদ নেমেছে। তবে পশ্চিমাঞ্চলে আজও গরমের দাপট বজায় থাকবে।