আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কালবৈশাখী হয়েছে। শিলাবৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায়। সেকারণে কিছুটা হলেও, পারদ নেমেছে। তবে পশ্চিমাঞ্চলে আজও গরমের দাপট বজায় থাকবে।
আজও দিনভর তীব্র গরম থাকবে সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2017 09:25 AM (IST)
NEXT
PREV
কলকাতা: আজও দিনভর তীব্র গরম থাকার পূর্বাভাস। ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিস্থিতিও বজায় থাকবে। যদিও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কালবৈশাখী হয়েছে। শিলাবৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায়। সেকারণে কিছুটা হলেও, পারদ নেমেছে। তবে পশ্চিমাঞ্চলে আজও গরমের দাপট বজায় থাকবে।
আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কালবৈশাখী হয়েছে। শিলাবৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায়। সেকারণে কিছুটা হলেও, পারদ নেমেছে। তবে পশ্চিমাঞ্চলে আজও গরমের দাপট বজায় থাকবে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -