চন্দননগর থেকে কৃষ্ণনগর,আজ জগদ্ধাত্রী পুজো, করোনা বিধিতে রাশ আড়ম্বরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2020 08:39 AM (IST)
দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত।
NEXT
PREV
কলকাতা: দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। আবার কোথাও নবমীর দিনই তিনপ্রহরের পুজো সম্পন্ন হয়। এবার করোনা আবহে উত্সবের জাঁকজমক অনেকটাই ফিকে। কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও চলছে জগদ্ধাত্রী পুজো।চন্দননগরে এবার ১৭১টি পুজো হচ্ছে। করোনা আবহে এবার ৯টি পুজো কমিটি ঘটপুজো করছে। পাশাপাশি, সতর্কতা বিধি মেনে আলো ও মণ্ডপ সজ্জায় খরচ কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটিগুলি।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -