হুগলি: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষের ভিড়। ভিতরে উঁকি মারা থেকে মন ভরে সেলফি। সিঙ্গুরের প্রস্তাবিত কারখানার গেটে আজ সুপার সান ডে-র ছবি!
এই গেট ঘিরেই একসময় স্বপ্ন দানা বেঁধেছিল। কৃষকদের জমি হারানোর যন্ত্রণাও আবর্তিত হয়েছে এই গেটকে ঘিরেই। সুপ্রিম কোর্টের রায়ের পর সিঙ্গুরের প্রস্তাবিত ন্যানো কারখানার গেটই এখন যেন হয়ে উঠেছে দর্শনীয় স্থান!
সকাল থেকে সন্ধে। রবিবার দিনভর অনেকের কাছেই সিঙ্গুর হয়ে উঠেছিল ‘পছন্দের ডেস্টিনেশন’! আট থেকে আশি.....সিঙ্গুরের জমিকে একটি বার দেখার জন্য সবাই হাজির এই গেটের সামনে!চা থেকে আখের রস। প্রস্তাবিত কারখানা গেটে ফের শুরু হয়েছে বিকিকিনি! সূদূর সোদপুর, কিম্বা বর্ধমান, কিম্বা সংলগ্ন চন্দনপুর। রবিবার সকাল থেকে বিকেল, রাজ্যের নানা প্রান্তের আট থেকে আশি, কারখানার চত্বরে ভিড় জমিয়েছিলেন কারখানা চত্বরে।
উৎসাহীদের তালিকায় ছিলেন বর্ধমানের পুলিশ আধিকারিকও। গেটের ভিতরে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ছবি তোলেন তিনি। তবে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। তাই অনেককেই ফিরতে হয় ব্যাজার মুখেই।
রবিবারের গন্তব্য সিঙ্গুর, উৎসাহী মানুষের ভিড়, চলল দেদার সেলফি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Sep 2016 12:43 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -