পশ্চিম মেদিনীপুর: আদিবাসীদের জমি নিয়ে প্রস্তাবিত নয়া আইনের প্রতিবাদে রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক। এর জেরে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে রেল ও ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ। এর জেরে পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়াশাল, বেলদার নেকুড়সিনি ও খড়গপুরের খেমাশুলিতে আটকে লোকাল ও দূর পাল্লার বেশ কয়েকটি ট্রেন। শালবনি ও বেলদায় ৬০ নম্বর ও খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ।
রেল ও রাস্তা অবরোধ পুরুলিয়াতেও।মধুকুণ্ডা ও গর্দবেশ্বর স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ । এর জেরে আদ্রা স্টেশনে আটকে রয়েছে দিল্লি-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস, খড়গপুর-আসানসোল প্যাসেঞ্জার, চক্রধরপুর-গোমো প্যাসেঞ্জার। এছাড়াও, পুরুলিয়ার বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি দূর পাল্লার ট্রেন আটকে পড়েছে। রেল সূত্রে খবর, অবরোধ কর্মসূচির জেরে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ।
ছোটনাগপুর টেনেন্সিয়াল অ্যাক্ট অনুযায়ী, আদিবাসীদের জমি শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই কেনাবেচা হত। এর পরিবর্তে নয়া আইন আনতে চলেছে ঝাড়খণ্ডের বিজেপি সরকার। প্রস্তাবিত নয়া আইনে এবার থেকে যে কেউ আদিবাসীদের জমি কিনতে পারেন। এর প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে রেল রোকো ও রাস্তা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস, সিপিএম, ঝাড়খণ্ড পার্টি ও বেশ কয়েকটি আদিবাসী সংগঠন।
আদিবাসীদের জমি নিয়ে ঝাড়খণ্ডের প্রস্তাবিত আইনের প্রতিবাদে শালবনি, পুরুলিয়ায় রেল অবরোধ, আটকে বহু ট্রেন
ABP Ananda, web desk
Updated at:
30 Jun 2017 10:59 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -