পুরুলিয়ায় জোড়া দুর্ঘটনা, প্রতিবাদে দেহ আটকে জাতীয় সড়ক অবরোধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2017 10:52 AM (IST)
পুরুলিয়া: পুরুলিয়ায় জোড়া দুর্ঘটনা। নডিহায় সরকারি বাসের ধাক্কায় স্কুলপড়ুয়ার মৃত্যু। প্রতিবাদে দেহ আটকে ঘণ্টা তিনেক জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। সকাল ৭টা নাগাদ পুরুলিয়া-টাটানগর ৩২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র দীপক বাউড়ি। পুরুলিয়া থেকে বাঘমুন্ডিগামী সরকারি বাসটি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ বছরের ওই কিশোরের। এরপরই ক্ষুব্ধ জনতা ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। ঘাতক বাসের চালককে আটক করে পুলিশ। এরপর সকাল সাড়ে ৭টা নাগাদ আদ্রায় কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে দুটি পুলকারের সংঘর্ষ হয়। আহত হন দুই পুলকার চালক। তাঁদের আটক করেছে পুলিশ।