এক্সপ্লোর
উত্তপ্ত চতুর্থ দফা:মারে নাক-মুখ ফাটল ভোটারের, কান কেটে পা ভাঙা হল সিপিএম কর্মীর
বর্ধমান ও নদিয়া: জেলায় অব্যাহত সন্ত্রাস। নদিয়ার গয়েশপুরে দুই সিপিএম এজেন্টকে মারধর।
# কেতুগ্রামের মুরগ্রামে ৭৮ নম্বর বুথের সামনে, কান কেটে নেওয়া হল সিপিএম কর্মীর। মেরে তাঁর পাও ভেঙে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
# চাকদায় সিপিএম সমর্থক ভোটারকে বেধড়ক মারধর। চাকদা কেন্দ্রে চাকদা কলেজের ৬৮ নম্বর বুথে ভোটারকে বেধড়ক মারধর। ফাটিয়ে দেওয়া হল নাক-মুখ। আহতের নাম সমীর দেবনাথ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। চাকদা থানায় অভিযোগ দায়ের।
# কল্যাণী কেন্দ্রের আলাইপুর মনোরমা শিক্ষা নিকেতন বুথের ১০০ মিটারের মধ্যে বাইক নিয়ে বহিরাগতদের জটলা।
# কল্যাণী কেন্দ্রেরই দাসীবিবি প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে রাখা ছিল বেশ কয়েকটি বাইক। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথের ১০০ মিটারের মধ্যে বাইক রাখা যাবে না। প্রিসাইডিং অফিসার বিশ্বজিৎ ঘোষকে জানালে তিনি বাইক সরানোর নির্দেশ দেন।
# কেতুগ্রামে মুরগ্রামে ৮০ নম্বর বুথের সামনে বোমাবাজি-গুলি। আতঙ্কে বুথ ছেড়ে পালাল ভোটাররা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভোটারদের বুথমুখী করতে কেন্দ্রীয় বাহিনীর মাইকিং।
#নদিয়ার গয়েশপুর কেন্দ্রের মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ ও ২২৫ নম্বর বুথে সুজিত ঘোষ ও রাখাল শীল নামে দুই সিপিএম এজেন্টকে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর। অভিযোগের তির তৃণমূলকর্মীদের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের
# বর্ধমানের কেতুগ্রামে ৬, ১৩৩ ও ১৩৪ নম্বর বুথে সিপিএম পোলিং এজেন্টদের মারধরের হুমকি, বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের দিকে।
# নদিয়ার গয়েশপুর কেন্দ্রের মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ ও ২২৫ নম্বর বুথে সুজিত ঘোষ ও রাখাল শীল নামে দুই সিপিএম এজেন্টকে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর। অভিযোগের তির তৃণমূলকর্মীদের দিকে। অভিযোগ অস্বীকার।
# মন্তেশ্বর কেন্দ্রের দুটি বুথের সিপিএমের পোলিং এজেন্টদের রাতে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভয়ে তাঁরা বুথমুখো হতে পারছেন না বলে অভিযোগ সিপিএম প্রার্থী চৌধুরী মহম্মদ হিদায়েতুল্লার। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
#বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিবেকানন্দ কলেজের ২৩২ নম্বর বুথে সিপিএম পোলিং এজেন্টকে ঢুকতে বাধা ও সিপিএম সমর্থককে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে সিপিএম প্রার্থী আইনুল হক ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পোলিং এজেন্ট বুথে ঢোকেন।
# বর্ধমান দক্ষিণ কেন্দ্রের ঠাকুরপল্লি ২৮২ নম্বর বুথে সিপিএম পোলিং এজেন্ট অসিতবরণ ভৌমিককে মারধর করার অভিযোগ। অভিযোগ তৃণমূলের দিকে।
# মঙ্গলকোট কেন্দ্রের মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬৬ থেকে ৭৬, ১০টি বুথে সিপিএম পোলিং এজেন্টদের ঢুকতে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement