কলকাতা: শেষ আশ্বিনের আকাশে এখনও পেঁজা তুলোর ভেলা। সেই ভেলায় ভেসেই কি বাংলায় পা রাখতে চলেছে শীত? হেমন্ত আসার আগেই প্রশ্নটা তুলে দিল সোমবারের সকাল।
ঘন কুয়াশায় ঢাকল দুই জেলার বিভিন্ন জায়গা। সোমবার ভোরে মরশুমের প্রথম কুয়াশা দেখা যায় মালদা শহরে। এদিন ভোরের আলো ফুটতেই ঘন কুয়াশায় ঢেকে যায় মহানন্দা নদী সংলগ্ন মিশন রোড, বাঁধ রোড এবং মাধবনগর এলাকা।
ঘন কুয়াশার জন্য সকালে কমে যায় দৃশ্যমানতা। তবে যান চলাচলের উপর তেমন কোনও প্রভাব পড়েনি বলে দাবি প্রশাসনের।
একই ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকাতেও। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ২ এবং ২-এর বি জাতীয় সড়কে দাঁড়িয়ে যায় বেশ কিছু গাড়ি। ব্যাহত হয় ট্রেন চলাচলও।
বেলার দিকে রোদের তেজ বাড়তেই উধাও কুয়াশা।
আশ্বিনের ভোরে মালদা ও পূর্ব বর্ধমানে কুয়াশা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2017 08:13 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -