সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  আইসক্রিম কারখানার ভিতরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় কারখানার ম্যানেজার পার্থ পালকে গ্রেফতার করল পুলিশ।


শুক্রবার রাতে পার্থকে পেট্রাপোল থানার নরহরিপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার পুলিশ।


প্রসঙ্গত, বুধবার গাইঘাটা থানার দোগাছিয়া এলাকার একটি আইসক্রিম কারখানার ভেতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। 


এই খবর ছড়িয়ে পড়তেই বিকেলে কারখানার সামনে যশোর রোডের উপর অবরোধ-বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী এবং বিজেপি কর্মীরা। 


বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কলকাতার বাসিন্দা পেশায় মুদ্রা ব্যবসায়ী গোপাল মণ্ডলকে কারখানার ভেতরে খুন করা হয়েছে। 


কারখানার মালিকের গ্রেফতারের দাবি তোলে বিজেপি। রাতে মৃতের পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় খুনের মামলা রুজু করা হয়। 


এরপর তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার কারখানার ম্যানেজার পার্থ পালকে গ্রেফতার করা হয়। গত দুই বছর ধরে ওই কারখানায় কাজ করতেন পার্থ।