মেলা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার, অপমানে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণীর ছাত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2016 03:17 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের জয়রামখালিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। অপমানে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। পরিবারের দাবি,গত বুধবার জয়রামখালিতে মেলা দেখতে গিয়েছিল সপ্তম শ্রেণির এই ছাত্রী। সেখানে দেখা হয় প্রতিবেশী তিন যুবকের সঙ্গে। এরপরই ঘুরতে যাওয়ার নাম করে ওই তিন যুবক নাবালিকাকে মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে নাবলিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে গোটা বিষয়টি জানায় নাবালিকা। অভিযুক্তদের বাড়িতে যায় তার পরিজনরা। ঠিক হয় রবিবার দু’পক্ষ আলোচনায় বসবে। কিন্তু অভিযোগ, এরপরই সপরিবারে পালিয়ে যায় অভিযুক্ত তিন যুবক। পরিবারের দাবি, এই খবর শুনে অপমানে, চরম সিদ্ধান্ত নেয় নির্যাতিতা ছাত্রী! রাতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। নির্যাতিতা ছাত্রীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার মহিলা থানায় পরিবার লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।