বহরমপুর: হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ইটের ঘায়ে মাথায় ফাটল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের।
প্রশাসন সূত্রে খবর, এক সপ্তাহ আগে হাসপাতাল চত্বর থেকে হকারদের সরানোর জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিস পাঠান জেলাশাসক। কিন্তু, তারপরও হাসপাতাল চত্বর থেকে হকারদের সরানো যায়নি। এই প্রেক্ষাপটে সোমবার সকালে বহরমপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে হকার উচ্ছেদ অভিযান নামে হাসপাতাল কর্তৃপক্ষ। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
হকারদের ছোঁড়া ইটের ঘায়ে মাথা ফেটে যায় এক মহিলা সিভিক ভলান্টয়ারের। তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার কে কান্নান জানিয়েছেন, ঘটনায় কাউকে আটক করা হয়নি।
হকারদের দাবি, পুলিশের লাঠিচার্জে দু’জন হকার আহত হয়েছেন।
হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2016 02:28 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -