পূর্ব বর্ধমান: পৃথিবী দেখা হয়নি। জন্ম থেকেই দৃষ্টিহীন। কিন্তু, পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা মা-বাপ মরা মেয়েটার জীবনে অন্ধকার নেমে এসেছিল সাড়ে তিন বছর আগে। ২০১৪ সালের ১৯ অগাস্ট তাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। কাটোয়া থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু, তারপর থেকেই মামলা তোলার জন্য হুমকি আসতে শুরু করে বলে অভিযোগ। মা-বাপ মরা কিশোরীকে নিয়ে বাধ্য হয়ে গ্রাম ছাড়েন ঠাকুমা।
কিন্তু, কয়েকদিনের মধ্যে নতুন ঠিকানাতেও হুমকি আসা শুরু হয়। চাপের মুখে নাতনিকে মামলা তুলে নিতে বলেন ঠাকুমা। কিন্তু, মেয়ে নাছোড়। তার ওপর যে নির্যাতন করেছে, তার শাস্তি সে দেখেই ছাড়বে। অভিযোগ, মামলা না তোলায় ঠাকুমা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
সেই থেকে তার ঠাঁই কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে। সেখানে ভিক্ষে করে তার দিন কাটে।
তবু লড়াই ছাড়তে সে নাছোড়। ঠাকুমা অবশ্য নাতনিকে তাড়ানোর অভিযোগ মানতে নারাজ।
সাহসিনীর লড়াইয়ের কথা শুনে বিডিওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক।
মাথার ওপর ছাদ নেই। লড়াইয়ে কেউ পাশে নেই। তবু হুমকি-শাসানির বিরুদ্ধে দাঁতে দাঁত চিপে লড়ছে এই তরুণী। দৃষ্টিহীন দু’টো চোখে শুধু একটাই স্বপ্ন। সুবিচার।
'চাপের মুখে' তাড়িয়ে দিয়েছে ঠাকুমা, স্টেশনে ভিক্ষা করেই বিচার পেতে লড়াই দৃষ্টিহীন ধর্ষিতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 05:52 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -