ভূবনেশ্বর: কলকাতায় ফিরেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব। ভুবনেশ্বরের হাসপাতাল থেকে এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে বললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।শীঘ্রই সক্রিয় রাজনীতিতে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।


জামিনে মুক্তি পাওয়ার পর আজ বিকেলেই কলকাতা ফেরার সম্ভাবনা সুদীপের । গতকাল রাত দশটা নাগাদ ঝাড়পাড়া জেলের আধিকারিকরা ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে জামিনের রিলিজ অর্ডার পৌঁছে দেন। পাশাপাশি হাসপাতালে থাকা দুই পুলিশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সকাল সাড়ে দশটার পর চিকিৎসকরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করবেন। এর পরই ৪-৫ জন চিকিত্সক বৈঠক করে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজ বিকেলের বিমানেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হবে। গত শুক্রবার ওড়িশা হাইকোর্ট থেকে জামিন পান রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার সুদীপ বন্দ্যোপাধ্যায়।