কলকাতা:গতকাল বোলপুরে মেগা রোড শো-র পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ আসন পেয়ে সরকার গড়বে। এরইমধ্যে তৃণমূলের নির্বাচনী রণনীতির দায়িত্বে থাকা প্রশান্ত কিশোর দাবি করেছেন যে, সংখ্যাগরিষ্ঠতা তো দূরস্থান, দুই অঙ্কের আসন পেতেও নাজেহাল হতে হবে বিজেপিকে। পিকে আরও দাবি করেছেন, তাঁর এই ভবিষ্যতবাণী যদি ভুল প্রমাণিত হয়, তাহলে তিনি ট্যুইটার ছেড়ে দেবেন। তাঁর এই দাবিকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, তাহলে দেশ একজন রাজনৈতিক কুশলীকে হারাচ্ছে।
দুদিনের সফরে বাংলায় এসে মেদিনীপুরে বিশাল জনসভা ও বোলপুরে মেগা রোড শো করেছেন অমিত শাহ। দুটি সভাতেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। মেদিনীপুরের জনসভায় শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর বোলপুরের রোড শো-তে অমিত শাহ বিজেপি দুশো আসনে জিতবে বলে দাবি করেন।
এর জবাবে প্রশান্ত কিশোর এদিন ট্যুইট করে বলেন, অনুগত একশ্রেণীর সংবাদমাধ্যম যতই কৃত্রিম হাইপ তুলুক, প্রকৃতপক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে দুই সংখ্যা পার হতেই হিমসিম খাবে। এই টুইট সেভ করে রাখুন, যদি বিজেপি এর থেকে ভাল করে আমি টুইটার ছেড়ে দেব!
এর প্রতিক্রিয়ায় কৈলাস বলেছেন, বিজেপিই রাজ্যের নির্বাচনে জিতবেয। তাই পিকে-কে ভোট কৌশলীর পদ ছেড়ে দিতে হবে। প্রশান্ত কিশোরকে নিশানা করে কৈলাস বলেছেন, প্রশান্ত কিশোর পয়সার জন্য কাজ করেন। অন্যদিকে, বিজেপি কাজ করে দেশের জন্য।
কৈলাস বলেছেন, রাজনীতিতে অজ্ঞতার কোনও জায়গা নেই। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থেই বিজেপির রাজনীতি। আর পিকে-র কাজ অর্থের জন্য।
কৈলাসের ট্যুইট- বাংলায় বিজেপির সুনামির পর এই দেশ একজন ভোট কুশলীকে হারাবে। কারণ, বাংলায় বিজেপিই সরকার গড়বে।


তৃণমূলের বেশ কয়েকজন নেতা ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে দল ছেড়েছেন। বিজেপিও প্রশান্ত কিশোরকে নিশানা করে। এরইমধ্যে বিজেপির প্রাক্তন সভাপতির দাবিকে উড়িয়ে দিয়ে পিকে- যে ট্যুইট করেছেন, স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া এসেছে গৈরিক শিবির থেকে।