কলকাতা: গতকাল ছিল ৫৮৩, আজ রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিতের (Corona Affected) সংখ্যা কমে হল ৪১৮ জন। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতর (Department of Health & Family Welfare) প্রকাশিত বুলেটিন (Health Bulletin) এমনটাই বলছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,২৩,৬০৯ জন। সোমবারের  বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫১৭ জন।


এই সময় পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত (Covid-19) হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে শুরু থেকে এখনও অবধি রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৯,৬১০। উল্লেখ্য, গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল ৬ জনের। পাশাপাশি আজকের সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৩৯ জন। সবমিলিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫,৯৬,৪৪২ জন। উল্লেখ্য, আজ রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। 


এদিকে ব্রিটেন ফেরত মহিলার শরীরে ওমিক্রন নয়, মিলল করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। বর্তমানে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে চিকিত্সাধীন আলিপুরের বাসিন্দা ওই মহিলা। অন্যদিকে, ওমিক্রন-শঙ্কায় বেলেঘাটা আইডি-তে ভর্তি বাংলাদেশের ৭৪ বছরের ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে কল্যাণীতে। 


দেশে ওমিক্রন-আতঙ্কের (Omicron) মাঝেই করোনায় (Coronavirus) কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৫০ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৭৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০৬।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৬৩৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৯৭ হাজার ৮৬০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ৫ হাজার ৫৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ১ লক্ষ ১৮ হাজার ৭৩৫। 


আরও পড়ুন: Durgapur News: দুর্গাপুরে বন্ধ থাকা মোহনবাগান SAIL ফুটবল অ্যাকাডেমির দখল নিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট