ঋত্বিক প্রধান ও সঞ্চয়ন মিত্র, কাঁথি: দীর্ঘ ৬ বছর পর আজ কাঁথির অধিকারী-গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ দইসাইয়ে জনসভা করলেন তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার, পর এই প্রথম কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জনসভায় একে অপরকে আক্রমণ করছেন দুই নেতা। এবার অভিষেকের আক্রমণ একেবারে শুভেন্দু অধিকারীকে শাণিত ভাবে। টেনে আনলেন শিশির প্রসঙ্গও। চ্যালেঞ্জ ছুড়লেন, ‘আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে, দাঁড় করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যান’। ...‘যারা সারদা, রোজভ্যালিতে টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন, গদ্দারদের বাড়ি ঘিরুন, আগামী দিনে আরও অনেক কিছু ফাঁস করব’
চোখ রাখুন অভিষেকের বক্তব্যে :
- অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না, আর যাই হোক মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না।
- এই মাটিকে যারা কালিমালিপ্ত করেছে, তাদের বিতাড়িত করতে হবে। বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
- এমন আওয়াজ তুলুন, যাতে শান্তিকুঞ্জ থরথর করে কাঁপে। এমন আওয়াজ তুলুন, ৫ কিমি দূরে শান্তিকুঞ্জ কাঁপবে।
- মেদিনীপুরের আবেগ নিয়ে যে ছেলেখেলা করেছেন, তাঁকে জবাব দিতে হবে। মেদিনীপুরের ঐতিহ্য নিয়ে কথা বলছে, লজ্জা করে না।
- মেদিনীপুরের মাটিকে কলুষিত করে বিজেপিতে যোগ দিয়েছে। এবারের বিধানসভা ভোটে ১৬-০ করতে হবে। বলছেন আমি অকৃতদার, আসলে উনি অকৃতজ্ঞ।
- ১০ বছরে মোদি, অমিত শাহ কবার মেদিনীপুরে এসেছেন? ভোট আছে, তাই কাল মোদি হলদিয়ায় আসছেন।
- এতদিন ভোট দিয়েছেন, সরকার নির্বাচিত করতে। এবার ভোট দেবেন, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে।
- ভোটে দাঁড়ালে ৫০ হাজার ভোটে হারাতে হবে। অধিকারী গড় আবার কী, আমাকে নাকি ভয় দেখাবে!
- ৪ আনার নকুলদানার আবার ক্যাশমেমো! বিমানবন্দরে ৫০০ সিসি ক্যামেরা ছিল, কেন প্রকাশ করছ না? আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে, দাঁড় করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যান’
- যারা সারদা, রোজভ্যালিতে টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন, গদ্দারদের বাড়ি ঘিরুন, আগামী দিনে আরও অনেক কিছু ফাঁস করব।
- কার থেকে কত টাকা নিয়ে কতগুলো কোম্পানি খোলা হয়েছে, সব জানাব। রাখাল বলে এনামুলের কাছ থেকে কে টাকা নিয়েছে, তা ফাঁস করব।
- ভাবছ তুমি একাই চালাক, বাকিরা শুধু বোকা। মোদিজির হাতে মেদিনীপুর তুলে দেখাক। আমি বেইমানদের তুই-তোকারি করবই। আমি তোমার মতো অভিনেতা নই।
-অধিকারী গড় আবার কী? আমাকে ভয় দেখাবে? তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছে। তোমার কোম্পানিতে শুধু একটা পরিবার পেয়েছে। একজন ৩টি মন্ত্রী, এত পর্ষদের সভাপতি, প্রচুর পদ। একজন এত পদ নিয়েছিল, বাকিরা কেউ কিছু পায়নি কেন?
-নিজে স্বীকার করছে ২০১৪ থেকে অমিত শাহের সঙ্গে যোগাযোগ, মাটি কামড়ে লড়াই করতে হবে, মেদিনীপুর ঐতিহ্য রক্ষা করতে হবে।
West Bengal Election 2021: ‘৪ আনার নকুলদানার আবার ক্যাশমেমো!’ শুভেন্দুকে আক্রমণ অভিষেকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2021 03:28 PM (IST)
‘কার থেকে কত টাকা নিয়ে কতগুলো কোম্পানি খোলা হয়েছে, সব জানাব, রাখাল বলে এনামুলের কাছ থেকে কে টাকা নিয়েছে, তা ফাঁস করব’, বললেন অভিষেক
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -