শোভন-বৈশাখীর বিরুদ্ধে মামলা করছেন দেবশ্রী রায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2021 12:10 PM (IST)
টোটো কেলেঙ্কারির অভিযোগ রয়েছে দেবশ্রীর বিরুদ্ধে। তাঁর অবশ্য দাবি, তিনি চক্রান্তের শিকার হয়েছেন, যে টাকাটা জালিয়াতি করেছে, সে গা ঢাকা দিয়েছে।
NEXT
PREV
কলকাতা: শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করছেন রায়দিঘির তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়। রায়দিঘিতে শোভন ও বৈশাখী তাঁর সম্পর্কে যে মন্তব্য করেন তার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মানহানির মামলা করতে আলিপুর কোর্টে আসেন রায়দিঘির বিধায়ক। আমাদের প্রতিনিধিকে তিনি বলেন, দুজন ব্যক্তি তাঁর মানহানি করেছেন। শোভন চট্টোপাধ্যায়ের নাম করলেও বৈশাখীর নাম করেননি দেবশ্রী, বলেছেন, ওই মহিলার নাম নিতে চাই না। যেটা প্রাণে আসছে, সেটাই বলছেন, তাও আমি কিছু বলিনি। একতরফা বলছেন, আর আমি নিতে পারছি না। উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই বলে প্রচার হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। বলা হয়েছে আমি দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গেয়েছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সিনেমা করি না সেটা আমার ইচ্ছে। উনি বলেছেন, আমি বাতিল নায়িকা। গোটা দেশ আমাকে চেনে, আমি জাতীয়, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি।
টোটো কেলেঙ্কারির অভিযোগ রয়েছে দেবশ্রীর বিরুদ্ধে। তাঁর অবশ্য দাবি, তিনি চক্রান্তের শিকার হয়েছেন, যে টাকাটা জালিয়াতি করেছে, সে গা ঢাকা দিয়েছে। তিনি তা আগে বুঝতে পারেননি, ভেবেছিলেন, গরিব মানুষের ভাল হবে। যে আসল অপরাধী, সে টাকা নিয়ে পালিয়েছে, হয়তো ধরা পড়বে। না জেনে কী করে তাঁর বিরুদ্ধে এত বড় অপবাদ দিতে পারে? প্রশ্ন দেবশ্রীর।
দেবশ্রী বলেছেন, শোভন বলেছেন, উনি প্রায়শ্চিত্ত করতে এসেছেন। আমি অপদার্থ হলে শোভন জেতাতে নিয়ে এলেন কেন? শোভন চট্টোপাধ্যায় মতো মানুষেরা সামাজিক অস্বস্তি। পরিবার, সন্তানের কাছে, স্ত্রীর কাছে যে আপন নয়, সে কত বড় নেতা? সে কি জনপ্রিয় নেতা হতে পারে? মানুষের সামনে দাঁড়াতে পারে? তিনি বলেছেন।
দেবশ্রীর দাবি, তাঁকে ভয় পাচ্ছেন শোভন-বৈশাখী। রায়দিঘিতে গিয়ে স্থানীয় মানুষের কাছে জানার চেষ্টা হোক, তিনি কেমন বিধায়ক। কারও কাছ থেকে একটা পয়সাও নেননি তিনি, তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় রায়দিঘির মানুষ হাসছেন।
দিল্লির বিজেপি অফিসে গিয়েছিলেন কেন? দেবশ্রীর বক্তব্য, দিল্লির বিজেপি অফিসে তিনি গিয়েছিলেন পশুকল্যাণের কাজে, অন্য কিছু নয়। তিনি তৃণমূলেই আছেন। শোভনের পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। রত্না চট্টোপাধ্যায় তাঁকে অসম্ভব ভালবাসেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, শোভনকে সব কিছু জিজ্ঞাসা করতে যেহেতু তিনি জেলা সভাপতি ছিলেন। বৈশাখীর সঙ্গে দেবশ্রী রায়ের কোনও তুলনাই হয় না। দেবশ্রী বলেছেন।
কলকাতা: শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করছেন রায়দিঘির তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়। রায়দিঘিতে শোভন ও বৈশাখী তাঁর সম্পর্কে যে মন্তব্য করেন তার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মানহানির মামলা করতে আলিপুর কোর্টে আসেন রায়দিঘির বিধায়ক। আমাদের প্রতিনিধিকে তিনি বলেন, দুজন ব্যক্তি তাঁর মানহানি করেছেন। শোভন চট্টোপাধ্যায়ের নাম করলেও বৈশাখীর নাম করেননি দেবশ্রী, বলেছেন, ওই মহিলার নাম নিতে চাই না। যেটা প্রাণে আসছে, সেটাই বলছেন, তাও আমি কিছু বলিনি। একতরফা বলছেন, আর আমি নিতে পারছি না। উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই বলে প্রচার হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। বলা হয়েছে আমি দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গেয়েছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সিনেমা করি না সেটা আমার ইচ্ছে। উনি বলেছেন, আমি বাতিল নায়িকা। গোটা দেশ আমাকে চেনে, আমি জাতীয়, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি।
টোটো কেলেঙ্কারির অভিযোগ রয়েছে দেবশ্রীর বিরুদ্ধে। তাঁর অবশ্য দাবি, তিনি চক্রান্তের শিকার হয়েছেন, যে টাকাটা জালিয়াতি করেছে, সে গা ঢাকা দিয়েছে। তিনি তা আগে বুঝতে পারেননি, ভেবেছিলেন, গরিব মানুষের ভাল হবে। যে আসল অপরাধী, সে টাকা নিয়ে পালিয়েছে, হয়তো ধরা পড়বে। না জেনে কী করে তাঁর বিরুদ্ধে এত বড় অপবাদ দিতে পারে? প্রশ্ন দেবশ্রীর।
দেবশ্রী বলেছেন, শোভন বলেছেন, উনি প্রায়শ্চিত্ত করতে এসেছেন। আমি অপদার্থ হলে শোভন জেতাতে নিয়ে এলেন কেন? শোভন চট্টোপাধ্যায় মতো মানুষেরা সামাজিক অস্বস্তি। পরিবার, সন্তানের কাছে, স্ত্রীর কাছে যে আপন নয়, সে কত বড় নেতা? সে কি জনপ্রিয় নেতা হতে পারে? মানুষের সামনে দাঁড়াতে পারে? তিনি বলেছেন।
দেবশ্রীর দাবি, তাঁকে ভয় পাচ্ছেন শোভন-বৈশাখী। রায়দিঘিতে গিয়ে স্থানীয় মানুষের কাছে জানার চেষ্টা হোক, তিনি কেমন বিধায়ক। কারও কাছ থেকে একটা পয়সাও নেননি তিনি, তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় রায়দিঘির মানুষ হাসছেন।
দিল্লির বিজেপি অফিসে গিয়েছিলেন কেন? দেবশ্রীর বক্তব্য, দিল্লির বিজেপি অফিসে তিনি গিয়েছিলেন পশুকল্যাণের কাজে, অন্য কিছু নয়। তিনি তৃণমূলেই আছেন। শোভনের পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। রত্না চট্টোপাধ্যায় তাঁকে অসম্ভব ভালবাসেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, শোভনকে সব কিছু জিজ্ঞাসা করতে যেহেতু তিনি জেলা সভাপতি ছিলেন। বৈশাখীর সঙ্গে দেবশ্রী রায়ের কোনও তুলনাই হয় না। দেবশ্রী বলেছেন।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -