কলকাতা: ঘড়িতে ঠিক চারটে বাজতে পাঁচ। তিনি কালীঘাটের মেয়ে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার । মিত্র ইনস্টিটিউশন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ও। ভোট দিয়ে বের হলেন যখন ভিকট্রি সাইন দেখালেন সকলকে। 



হুইলচেয়ারে করেই ভোট দিতে এলেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্য প্রস্তুত ছিল RAMP। তার উপর দিয়েই হুইলচেয়ার এল মুখ্যমন্ত্রীর। তিনি মিনিট পাঁচেক সময় নিলেন ভোট দিতে। তারপর ভিকট্রি সাইন দেখিয়ে বেরিয়ে গেলেন। 

এর আগে নবান্নে একটি গুরুত্বপূর্ণ করোনা বৈঠকে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে ভোট নিয়ে একটি মামলার প্রেক্ষিতে, চাঁছাছোলা ভাষায় নির্বাচন কমিশনকে ভৎ‍সনা করল মাদ্রাজ হাইকোর্ট।বিচারপতি বলেন, '' করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশনই।আপনারা (নির্বাচন কমিশন) সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠান।বেঁচে থাকলে তবেই তো গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবেন মানুষ।আপনাদের (নির্বাচন কমিশন) অফিসারদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা উচিত। সঠিক পদক্ষেপ না করলে, ২ মে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে।'' 

এই রায়কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কমিশনকে 'বিজেপির ময়না' বলে আক্রমণ করেন।  নির্বাচন কমিশন-মোদির জন্যেই ভোটে বেলাগাম করোনা। মাদ্রাজ হাইকোর্টের মন্তব্যকে স্বাগত জানিয়ে মন্তব্য মমতার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির কথাতেই চলছে নির্বাচন কমিশন। শেষ দু’দফার ভোট একসঙ্গে করানোর জন্য আমরা আবেদন করেছি, কিন্তু তা শোনা হয়নি।  


 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। আদালত পরিষ্কারভাবে বলেছে, কমিশন দায়িত্ব এড়াতে পারে না। কেরল, তামিলনাড়ুতে এক দফায়, অসমে দু’দফায় ভোট হলে পশ্চিমবঙ্গে কেন আট দফায় ভোট করা হচ্ছে? মানুষকে মেরে ফেলার জন্য? বিজেপিতো প্রচার চালিয়েই যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন  দিচ্ছে । তৃতীয় দফার ভোটের সময় কোভিড সংক্রান্ত পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, বোঝা গিয়েছিল। চিঠি লিখে জানিয়েছিলাম, দফা কমিয়ে ভোট করান। কিন্তু সেই দাবি শোনেনি কমিশন।’’


 


আজ ভোট দিতে সকাল সকাল বুথে হাজির অভিষেক। ভোট দিলেন সুব্রত, ফিরহাদ, অরূপ, নুসরত, ফুয়াদ থেকে দেব-রুক্মীনি। অসুস্থতার জন্য এই প্রথম বুদ্ধদেবকে ছাড়াই ভোট দিলেন স্ত্রী-কন্যা।