সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: করোনা সতর্কতা মেনে কেউ মাত্র চারজন দলীয় কর্মী নিয়ে জমা দিলেন মনোনয়ন। কেউ বা আবার মনোনয়ন দিতে এলেন রীতিমতো মিছিল করে। দেশে ও রাজ্যে যখন করোনার গ্রাফ লাফিয়ে বাড়ছে, তখন এই বিপরীত চিত্র দেখা গেল মনোনয়ন ঘিরে।


দেশে ও রাজ্যে করোনা গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী।  সোমবারই দেশে এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী,  একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৭ জন। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মিছিল করে না গিয়ে মাত্র চারজন দলীয় কর্মীকে নিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। তাঁকে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। এদিন স্ট্র্যান্ড রোডের জেসপ বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তিনি। কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল প্রার্থী অতীন ঘোষ জানান, ‘‘আমি মেয়র পারিষদ স্বাস্থ্য ছিলাম। করোনা সংক্রমণ এখন কী হারে বাড়ছে তা জানি।  তাই কম লোক নিয়ে মনোনয়ন জমা দিয়ে গেলাম।’’


এই সচেতনতা অবশ্য বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় দেখা গেল না। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপধ্যায়।  তিনি অবশ্য গাড়িতে করে মনোনয়ন জমা দিতে আসেন। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা যা কাজ করেছি, তাতে আমরাই জিতব।’’


বালিগঞ্জ কেন্দ্রেরই সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম।  তিনিও এদিন মনোনয়ন জমা দেন।  তবে তিনি আলিপুর সার্ভে বিল্ডিংয়ে আসেন মিছিল নিয়ে। বালিগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী (সিপিএম) ফুয়াদ হালিম বলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে বেকার যুবকরা কাজ পাবেন।’’


আলিপুর সার্ভে বিল্ডিংয়ে  এদিন মিছিল করে এসে মনোনয়ন জমা দেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার।  রাসবিহারী কেন্দ্রের সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়ও এদিন মনোনয়ন জমা দেন।  অন্য অনেকের মতো তিনিও আসেন মিছিল নিয়ে। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, বারাবনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিত্‍ রায় এবং জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়  এদিন একসঙ্গেই মনোনয়ন জমা দেন। তিন প্রার্থী তিনটি আলাদা মিছিল নিয়ে আসেন। বিএনআর মোড়ে তিনটি মিছিল মিশে যায়।  আসানসোল মহকুমা শাসকের দফতরের আগে পুলিশের ব্যারিকেডে আটকে যায় মিছিল।  তারপর তিন প্রার্থী কয়েকজন দলীয় কর্মী সহ মনোনয়ন জমা দেন।