শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজের নামে দেওয়াল লিখন শুরু করলেন গোসাবার তৃণমূল বিধায়ক। দলের আশ্বাস পেয়েই দেওয়াল লেখা শুরু বলে জানান তৃণমূল বিধায়ক। অবশ্য গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
গতকাল চুনাখালি গ্রাম পঞ্চায়েতের নাপিতপাড়া গ্রামে দেওয়াল লেখার কাজ শুরু করেন বিধায়ক জয়ন্ত নস্কর। বিধায়কের দাবি, আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দলের শীর্ষ নেতৃত্বের আশ্বাস পেয়েই প্রচারের কাজ শুরু করেছেন।
এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই কেন্দ্রে অন্য কেউ প্রার্থী হতে পারেন, সেই আশঙ্কা থেকেই প্রচারের কাজ আগেভাগে শুরু করে দিয়েছেন তৃণমূল বিধায়ক।