পূর্ব মেদিনীপুর: কাঁথিতে তৃণমূলের সভার দিনই, রামনগরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপির দাবি, তাদের ৬-৭ জন কর্মী আহত হয়েছেন। এরপরই তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বিজেপি কর্মীরা। তৃণমূল পাল্টা অভিযোগ করেছে, বিজেপি কর্মীরাই তাদের উপর হামলা চালায়।


গতকাল এলাকায় আর নয় অন্যায় কর্মসূচির আয়োজন করে বিজেপি। তাদের অভিযোগ, অনুষ্ঠানে হামলা চালায় তৃণমূল কর্মীরা। প্রতিবাদে গতকাল রাতে রামনগরে পথ অবরোধ করে বিজেপি। আজ সকালে এলাকায় মিছিল করেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের মিছিলেও হামলা চালায়। এক বিজেপি কর্মীর মাথা ফাটে, আরও কয়েকজন আহত হন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর ওপর পাল্টা চাপ তৈরি করতে, তাঁর জেলাতেই পদযাত্রা এবং সভা করতে চলেছে তৃণমূল। বুধবার কাঁথির এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল সাংসদ সৌগত রায়।


তাঁদের নেতৃত্বে প্রথমে কাঁথির ক্যানেল পার্ক থেকে ডরমেটারি মাঠ পর্যন্ত পদযাত্রা হবে। তারপর ডরমেটারি মাঠেই হবে সভা। সভায় উপস্থিত থাকবেন, রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। যিনি শুভেন্দু-বিরোধী গোষ্ঠীর বলেই পরিচিত।


শুভেন্দুর পরিবারে এখনও তৃণমূলের তিনজন জনপ্রতিনিধি থাকলেও, তাঁরা কেউ এই কর্মসূচিতে ডাক পাননি বলেই অভিযোগ। শুভেন্দুর বাবা শিশির অধিকারী কাঁথির তৃণমূল সাংসদ ও পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি। শুভেন্দুর এক ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ।আরেক ভাই সৌম্যেন্দু কাঁথির পুরসভার প্রশাসক।


কিন্তু, বুধবারের কর্মসূচির প্রচারে কাঁথি-সহ জেলাজুড়ে যে পোস্টার-হোর্ডিং লাগানো হয়েছে, তাতে কোথাও শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী বা সৌম্যেন্দু অধিকারীর ছবি নেই। বেশিরভাগ প্ল্যাকার্ডে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোথাও কোথাও তৃণমূলনেত্রীর সঙ্গে সৌগত রায় ও ফিরহাদ হাকিমের ছবিও রয়েছে।


শুভেন্দুর ভাই, তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর দাবি, বুধবারের কর্মসূচিতে তাঁকে ডাকা হয়নি। সভা পূর্ব নির্ধারিত হওয়া সত্ত্বেও, তাঁকে এবিষয়ে কিছু জানানো হয়নি।


তৃণমূল বিধায়ক অখিল গিরির দাবি, শিশির অধিকারীকে তিনি ফোন করে সভার ব্যাপারে জানান। কিন্তু, পায়ে চোট থাকায় তিনি আসতে পারবেন না বলে জানান।


তৃণমূল নেতৃত্ব কার্যত বুঝিয়ে দিয়েছে, অধিকারী পরিবারের থেকে তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন জেলায় শুভেন্দু-বিরোধী বলে পরিচিত তৃণমূল বিধায়ক অখিল গিরিকে।


বিজেপিতে যোগদানের পর প্রথম নিজের গড় কাঁথিতে বৃহস্পতিবার সভা করবেন শুভেন্দু অধিকারী।