কলকাতা : কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের। আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা। ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করে পাবেন তাঁরা। আজ নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি মতো কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে তিনি ঘোষণা করেন, একর প্রতি জমিতে যেসব কৃষক পাঁচ হাজার টাকা করে পান, তাঁরা এবার থেকে ১০ হাজার টাকা করে পাবেন। ন্যূনতম ৪ হাজার টাকা করে পাওয়া যাবে। আমাদের ৬০ লক্ষ কৃষকবন্ধু আছেন। আগে তাঁরা ৫ হাজার টাকা এবং ন্যূনতম ২ হাজার টাকা করে পেতেন। আমাদের এই প্রকল্পে খেতমজুর ও বর্গাদাররাও রয়েছেন। এবার এক একর জমিতে বছরের দুবারে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া খেতমজুর ও বর্গাদার যাঁদের হয়ত এক কাটা, দুকাটা করে জমি, তাঁরা ৪ হাজার টাকা করে পাবেন।
এর পাশাপাশি তিনি কেন্দ্রকে একহাত নিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার সবাইকে টাকা দিচ্ছে না এবং কম দিচ্ছে। তাছাড়া খেতমজুর, বর্গাদার কেউ নেই।
মুখ্যমন্ত্রী জানান, সারা রাজ্যজুড়ে বহু কৃষকের হাতে আজ টাকা তুলে দেওয়া হবে। বাকিরাও আস্তে আস্তে পেয়ে যাবেন। এই টাকা দিয়ে দেওয়ার জন্য জেলাশাসকদের অনুরোধ করব। এছাড়া কৃষকবন্ধু প্রকল্পে কোনও কৃষক মারা গেলে আমরা ২ লক্ষ টাকা পর্যন্ত দিই। এখনও পর্যন্ত আমরা প্রায় ৬২ লক্ষ কৃষক, বর্গাদার, ভাগচাষিদের এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছি। ৪ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা ইতিমধ্যেই করা হয়েছে। ২৮ হাজার কৃষক পরিবারকে ডেথ বেনিফিট দেওয়া হয়েছে। কৃষকদের আয় তিন গুণের বেশি হয়ে গিয়েছে।
এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে নয়া দিল্লির সীমানায় চলা কৃষক আন্দোলন প্রসঙ্গও। তিনি বলেন, দেশে অসংখ্যা কৃষক মৃত্যুর ঘটনা ঘটছে। প্রায় ৬ মাস ধরে আন্দোলন চলছে। কিন্তু বাংলা ব্যতিক্রম। খাজনা, মিউটেশন মকুব করা হয়েছে। কৃষকরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। অভাবী বিক্রি বন্ধ করতে কৃষকদের থেকে আমরা চালও কিনি।