কলকাতা: রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৬ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর হদিশ মিলল। ভর্তি রয়েছেন ৩ জন সন্দেহভাজন রোগীও।
কয়েক দিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে রাজ্যে। এই ছবি কিছুটা স্বস্তি দিলেও, একইসঙ্গে চিন্তা বাড়াচ্ছে মিউকরমাইকোসিস। গোটা রাজ্যে ক্রমেই জাল ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।
কলকাতার দুই মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৬ জন আক্রান্তের হদিশ মিলেছে। তার মধ্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন ৪ জন। অন্যদিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি আছেন।
এই মুহূর্তে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে মিউকরমাইকোসিসে আক্রান্ত ৪ জন ছাড়াও, সন্দেহভাজন ২ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেও, মিউকরমাইকোসিসে আক্রান্ত নতুন রোগীর খোঁজ মিলেছে।
স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত ৩০ জন। সন্দেহভাজন ৭০ জন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
অন্য়দিকে স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৬৮২। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,১৫২ জন। এই একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে এথনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩,৫৮,৫৩৭ জন।
গত বেশ কয়েকদিনের মতোই রাজ্যের মধ্যে করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যার নিরীখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণায় একদিনে সংক্রমিত ১৬৬৪, ২৮ জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত ৭৮৬, ২৩ জনের মৃত্যু। শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে সাড়ে ৭২ হাজারের বেশি। রাজ্যে সংক্রমণের হার ১১ শতাংশের কম।