রাজীব চৌধুরি, মুর্শিদাবাদ : ৫০০তে ৪৯৯। রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের কান্দির রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা সুলতানা। এককভাবে রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়েও পরীক্ষায় বসতে না পারার জন্য অবশ্য কিছুটা মনখারাপ রুমানার। তবে একাদশে স্কুলের শিক্ষিকারা যে নম্বর দিয়েছিলেন, তার ভিত্তিতেই যে উচ্চ মাধ্যমিকে রাজ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া গিয়েছে, তার জন্য প্রচণ্ড খুশিও সে। এর আগে ২০১৯ এর মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থানও অধিকার করেছিল সে।


পড়াশোনার চাপে সেভাবে সময় বের করতে না পারলেও অবসরে কবিতা লেখার অভ্যেস রুমানার। বড় হয়ে বিজ্ঞানী হতে বা চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চায় রুমানা। মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগই প্রথম প্রাধান্য বলেও জানিয়েছে শিক্ষকতার ঘরানায় বড় হয়ে ওঠা রুমানা। তাঁর বাবা রবিউল আলম ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিনও শিক্ষিকা। মাধ্যমিকের পর রুমানার লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফল করার। যদিও করোনা আবহে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা না দেওয়ার আক্ষেপও রয়েছে রুমানার। তবুও বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় মূল্যায়নেও অভাবনীয় ফল কৃতি ছাত্রীর।


এদিকে, একঝলকে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল-



  • উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২জন।

  • এবছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৯৭.৬৯ শতাংশ।

  • ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ।

  • এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন পরীক্ষার্থী।

  • উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬জন পরীক্ষার্থী।

  • ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯। 

  • ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছে মুর্শিদাবাদের রুমানা সুলতানা।


মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরাও সরাসরি তাদের ফলাফল দেখতে পারবে আমাদের ওয়েবসাইটে। পরীক্ষা না হওয়ায় যেহেতু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, তাই wb12.abplive.com ওয়েবসাইটে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়েই জানা যাবে রেজাল্ট। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও মাধ্যমিকের মতোই প্রকাশিত হয়নি মেধা তালিকা। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI