মঙ্গলবারের ঝড়ে নেমেছে রাজ্যের তাপমাত্রা, বুধবার কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2018 09:29 AM (IST)
কলকাতা: মঙ্গলবারের জোড়া ঝড়ের তাণ্ডবের পর বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও ঝিরঝিরে, কোথাও আবার মুষলধারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। ফলে বেলা বাড়লে বাড়বে গরম। বজায় থাকবে অস্বস্তি। যদিও গতকালের বৃষ্টির পর তাপমাত্রা নেমেছে প্রায় ১০ ডিগ্রি।