বোলপুর: দুদিনের সফরে এসে বোলপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নানান প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল এ রাজ্যে করেছে বিজেপি। সেই ধারা অব্যাহত রেখে এবার বিধানসভা নির্বাচনে জয়কেই পাখির চোখ করেছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। বোলপুরে এদিন ভিড়ে ঠাসা রোড শো করলেন তিনি। এরপর সাংবাদিক বৈঠকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) রূপায়ন নিয়ে মুখ খুললেন তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, সিএএ-র নিয়মবিধি তৈরি করা হচ্ছে এবং করোনাভাইরাস সংক্রান্ত অতিমারীর মধ্যে এ ধরনের বড়সড় অভিযান চালানো সম্ভব হয়নি। তিনি বলেছেন, করোনা টিকাদানের প্রক্রিয়া শুরু ও করোনা শৃঙ্খল ভাঙার পর আমরা এ ব্যাপারে আলোচনা করব।
উল্লেখ্য, এর আগে বিজেপির জাতীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, আগামী বছরের জানুয়ারি থেকে সিএএ রূপায়ণ হবে।
উল্লেখ্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই সিএএ-এনআরসি-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এই আইন সংসদে পাশ হওয়ার পরপর রাজ্যে বিভিন্ন স্থানে মিছিল ও সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার গোপালনগরে মমতা বলেছিলেন, ‘‘এ রাজ্যে বসবাসকারী সবাই নাগরিক। মতুয়ারা এ দেশের নাগরিক। এখানে এনআরসি করতে দেব না।’
এদিন তৃণমূলের বীরভূম জেলা সম্পাদক অনুব্রতর গড়ে রোড শো করলেন অমিত শাহ। দুপুরে বোলপুর ডাকবাংলো মোড় থেকে রোড শো শুরু হয়। রোড শো শেষ হয় চৌরাস্তায়। উপস্থিত ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়-সহ বিজেপির প্রথম সারির নেতারা। এক কিলোমিটারের এই যাত্রাপথে ভিড় ছিল চোখে পড়ার মতো। একাধিক জায়গায় অমিত শাহর ওপর পুষ্পবৃষ্টি করা হয়। বিজেপির রোড শোতে ছিলেন বাউল শিল্পী ও ঢাকিরা। রোড শোয়ের আগে শান্তিনিকেতনে আশ্রম চত্বর ঘুরে দেখেন অমিত শাহ। উত্তরায়ন ও উপাসনাগৃহে পুষ্পার্ঘ নিবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গীত ভবন পরিদর্শন করে বাংলাদেশ ভবনেও যান অমিত শাহ। পুজো দেন হনুমান মন্দিরে।
অমিত শাহর রোড শো-তে ভিড়কে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত। তাঁর অভিযোগ অমিত শাহর রোড শোয়ের জন্য বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কাটোয়া সহ একাধিক জেলা থেকে বোলপুরে লোক এনেছে বিজেপি।
CAA in West Bengal:করোনা পরিস্থিতির জন্য আটকে সিএএ, টিকাকরণের প্রক্রিয়া শুরু হলে ভাবব, বললেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2020 08:31 PM (IST)
দুদিনের সফরে এসে বোলপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নানান প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল এ রাজ্যে করেছে বিজেপি। সেই ধারা অব্যাহত রেখে এবার বিধানসভা নির্বাচনে জয়কেই পাখির চোখ করেছে বিজেপি।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -