হিন্দোল দে, ঋত্বিক প্রধান ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ: শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই সমীকরণ বদলাচ্ছে পূর্ব মেদিনীপুরে। তৃণমূলে ফিরলেন অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত মামুদ হোসেন। শুভেন্দুর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগে সরব মামুদ। শুভেন্দুকে ফাঁসানোর চেষ্টা করবে তৃণমূল, আশঙ্কা বিজেপির।


শনিবারই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।  অমিত শাহর সভায় মেগা দলবদলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে নতুন মোড়। শুভেন্দুর তৃণমূল ছাড়ার পরই তৃণমূলে ফিরলেন মামুদ হোসেন। যিনি জেলা রাজনীতিতে অধিকারীর পরিবারের বিরোধী হিসেবে পরিচিত। পুরনো দলে ফিরে শুভেন্দু ও অধিকারী পরিবারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগে সরব হয়েছেন তিনি।

মামুদ হোসেনের অভিযোগ, শুভেন্দুর একনায়কতন্ত্রের জন্য দল ছাড়তে বাধ্য হই। উনি বলছেন ভাইপো হঠানোর কথা, জেলায় তোলাবাজি কে করে, যিনি মনোনয়ন দিতে দেন না তাঁর মুখে এসব মানায় না।

২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন মামুদ হোসেন।২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত ছিলেন কর্মাধ্যক্ষ

সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে বিরোধের জেরে গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়েন মামুদ।বিধানসভা ভোটে এগরা কেন্দ্র থেকে ডিএসপি-র হয়ে দাঁড়ালেও হেরে যান।

পরে সিপিএম ঘুরে তৃণমূলে ফিরলেন মামুদ। শুভেন্দুর পরিবারের বাকি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগও করেছেন কাঁথির এই নেতা।

তাঁর দাবি,   দল ছাড়া সাংসদ পদ নিয়ে সমস্যা হবে বলে ওঁরা নামেই তৃণমূলে আছে, ভিতরে ভিতরে বিজেপির হয়ে কাজ করছেন।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, যাঁর হাত ধরে মামুদ এদিন ফের তৃণমূলের পতাকা ধরলেন সেই সৌমেন মহাপাত্রও অধিকারী পরিবারের বিরোধী বলেই পরিচিত। তাঁর বিধানসভা কেন্দ্র বদল নিয়েও, ঘুরিয়ে অধিকারী পরিবারের দিকে আঙুল তুলেছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী।

যদিও মামুদের অভিযোগ নিয়ে শুভেন্দুর ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী কোনও মন্তব্য করতে চাননি।

শুভেন্দু-বিরোধী নেতার তৃণমূলে প্রত্যাবর্তনের নেপথ্য অন্য অঙ্ক দেখছে বিজেপি।  দলের নেতা তথা সাংসদ অর্জুন সিংহ বলেছেন, কালকেই দেখবেন একে দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কেস দেওয়া হবে। শুভেন্দু জননেতা, ও যোগ দেওয়ার পর বাংলায় আলোড়ন পড়েছে। যদি শুভেন্দু যখন অত্যাচার চালিয়ে থাকে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীরা কী করছিলেন।

শুভেন্দুর প্রস্থানের মধ্যে তাঁর বিরোধী নেতার তৃণমূলে যোগদান ঘিরে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বাড়ছে উত্তাপ।